মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে ৮ মিলিয়ন নাগরিক পাবেন মুদ্রাস্ফীতি ফেরত চেক

শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: নিউইয়র্ক রাজ্য এবার প্রথমবারের মতো “মুদ্রাস্ফীতি ফেরত” চেক পাঠাচ্ছে। এর মাধ্যমে এমন নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়া হবে, যারা মূল্যস্ফীতির কারণে বেশি বিক্রয়কর দিয়েছেন। রাজ্য সরকার জানিয়েছে, এই এককালীন চেকের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে দৈনন্দিন ব্যয় ও খরচের চাপ কমাতে সাহায্য করা।

প্রায় ৮ মিলিয়ন মানুষ এই চেক পাবেন। চেক ডাকের মাধ্যমে কয়েক সপ্তাহে পৌঁছানো হবে। নাগরিকদের আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। তবে চেক সবার কাছে একসঙ্গে পৌঁছাবে না; সময় এলাকার বা জিপকোড অনুযায়ী ভিন্ন হতে পারে।

চেকের পরিমাণ ও অন্যান্য বিস্তারিত তথ্য রাজ্যের কর বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। কর বিভাগ জানিয়েছে, চেক প্রাপ্য সবাইকে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে এবং কেউ বাদ পড়বে না।

এই নতুন উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার আশা করছে, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের উপর চাপ কিছুটা কমবে। নাগরিকরা চেক পাওয়ার পরে তাদের দৈনন্দিন জীবনের ব্যয় সামাল দিতে সক্ষম হবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন