মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শাহ এম. হালিমের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জয়

রবিবার, নভেম্বর ২১, ২০২১

প্রিন্ট করুন
n 2111210847

নিউইয়র্ক: কমিউনিটির সেবায় অসামান্য অবদান, নেতৃত্বের শ্রেষ্ঠত্ব ও একটি শক্তিশালী জাতি গঠনে আজীবনের অঙ্গীকারের জন্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেনশিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ বা রাষ্ট্রপতির আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করলেন বাংলাদেশি শাহ এম. হালিম। 
তিনি টেক্সাস অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশি সংগঠক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের (বিএএইচ) সাবেক চেয়ারম্যান।


বাংলাদেশের গোপালগঞ্জের অধিবাসী শাহ এম. হালিম উচ্চশিক্ষা গ্রহণে যুক্তরাষ্ট্রে যান এবং পরে সেখানে স্থায়ী হন। তার বাবা প্রয়াত শাহ আব্দুল হালিম সমাজকর্মী এবং পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।


হালিমের পরিবার ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার পূর্বপুরুষদের অনেকেই সরকারি পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে বিশেষ ভূমিকা পালন করেছেন।


পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত সনদপত্র, ক্রেস্ট, প্রেসিডেন্টের সিলসহ স্মারক মুদ্রা, কোট পিন, শ্যাম্পেইন গ্লাস ও ব্যাজ এবং প্রেসিডেন্টের হোয়াইট হাউসের কলম। 


অনুষ্ঠানে টেক্সাস অঙ্গরাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা, হিউস্টনের গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


শাহ এম. হালিম গণমাধ্যমকে বলেন, আমি মনে করি, এ স্বীকৃতি শুধু আমার একার নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির। আমরা কতটা মানবিক ও সামাজিক এ অর্জন সেই বার্তা দিচ্ছে। অন্যদের সেবার জন্যে আমাদের চেষ্টা আমৃত্যু অব্যাহত থাকবে। 


আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন