মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন বাংলাদেশি সোহেল আহমদ

রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

প্রিন্ট করুন

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান বাংলাদেশি-আমেরিকান সোহেল আহমদ।

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচনে জয়ী হলে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে এই পদে ইতিহাস গড়বেন সোহেল আহমদ।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সন্তান সোহেল বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কমিউনিটির সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত।

নির্বাচনে তার অঙ্গীকারের মধ্যে রয়েছে—সিটি হলে নতুন নেতৃত্ব আনা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তা-ঘাট নিশ্চিত করা, কর হ্রাস, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন।

তার নির্বাচনী প্রচারণা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি কাজ করছে। গত জুনের প্রাইমারি নির্বাচনে সফল হওয়ার পর এবার চূড়ান্ত নির্বাচনে জয়ের ব্যাপারেও তিনি আশাবাদী।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সোহেল আহমদ বলেন, ‘আগামী নভেম্বরের নির্বাচনে আমাকে এবং মেয়র প্যানেলের অন্যান্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করুন।’

আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা সোহেল আহমদের জয় কামনা করে অপেক্ষায় আছেন—৪ নভেম্বরের নির্বাচনে তার ভাগ্যে শিকে ছিঁড়বে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন