সিএন প্রতিবেদন: নিউইয়র্ক সিটিতে এ বছরের জানুয়ারি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত ১১ হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে। বাড়তি ভাড়া ও জীবনযাত্রার ব্যয় এই সংকটকে আরও তীব্র করেছে। ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট ১১ হাজার ২৫৯টি আবাসিক উচ্ছেদ হয়েছে।
বরো অনুযায়ী উচ্ছেদ: ব্রঙ্কস ৩৭৪৯, ব্রুকলিন ৩০১৫, কুইন্স ২৪১৬, ম্যানহাটন ১৬৭৩, স্ট্যাটেন আইল্যান্ড ৪০৬।
স্ট্যাটেন আইল্যান্ডে উচ্ছেদ বেশি এলাকায়: ওয়েস্ট ব্রাইটন–নিউ ব্রাইটন–সেন্ট জর্জ ৭৭, গ্রাইমস হিল–ক্লিফটন–ফক্স হিলস ৫৬, মেরিনার্স হারবার–আর্লিংটন–পোর্ট আইভরি–গ্রানাইটভিল ৪১।
সবচেয়ে কম উচ্ছেদ: আনাডেল–হুগুয়েনট–প্রিন্সস বে–এলটিংভিল ৩।
অন্যান্য এলাকার উচ্ছেদ: স্ট্যাপলটন–রোজব্যাঙ্ক ৩৮, নিউ স্প্রিংভিল–ব্লুমফিল্ড–ট্রাভিস ২৪, পোর্ট রিচমন্ড ২০, ওকউড–ওকউড বিচ ২০, নিউ ব্রাইটন–সিলভার লেক ১৭, গ্রাসমিয়ার–অ্যারোচার–ফোর্ট ওয়াডসওর্থ ১৬, গ্রেট কিলস ১৩, টড হিল–এমারসন হিল–হার্টল্যান্ড ভিলেজ–লাইটহাউস হিল ১৩, রসভিল–উডরো ১০, ওয়েস্টারলি ৯, নিউ ডর্প–মিডল্যান্ড বিচ ৯, ওল্ড টাউন–ডোনগান হিলস–সাউথ বিচ ৮, আরডেন হাইটস ৮, চার্লস্টন–রিচমন্ড ভ্যালি–টটেনভিল ১২, কোনো এলাকা নির্দিষ্ট নয় ১২।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন