মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

নেপালের বিভিন্ন স্থানে কারফিউ জারি

সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫

প্রিন্ট করুন

নেপালে চলমান জেন-জি আন্দোলন সোমবার আরও তীব্র আকার ধারণ করেছে। এতে এ পর্যন্ত ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়লে রুপানদেহি ও সুনসারি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

রুপানদেহি জেলা প্রশাসন কার্যালয় থেকে জানানো হয়, সোমবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বুটওয়াল ও ভৈরহাওয়ায় কারফিউ কার্যকর থাকবে। কারফিউ চলাকালে নির্ধারিত এলাকায় কোনো সভা, সমাবেশ, মিছিল কিংবা অবস্থান কর্মসূচি আয়োজন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসন ঘোষণা করেছে, বুটওয়াল–বেলহিয়া সড়কের দুই পাশের ১০০ মিটারের মধ্যে কোনো বিক্ষোভ বা সমাবেশ করা যাবে না।

অন্যদিকে, বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় সুনসারি জেলার ইটাহারিতেও কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক ধর্মেন্দ্র মিশ্র জানিয়েছেন, সোমবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ইটাহারির প্রধান চত্বর এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিধিনিষেধ ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে জেন-জি আন্দোলন শুরু হয়। দ্রুতই এটি রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি, সরকারের দমননীতি এবং স্বচ্ছতার অভাব দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে।

শুধু শান্তিপূর্ণ বিক্ষোভ নয়, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলি চালনা ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন ধারাবাহিকভাবে কারফিউ জারি করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন