আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে বিশেষভাবে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার; যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ১ হাজার ৫২০ টাকা।
রপ্তানির জন্য ইচ্ছুক ব্যবসায়ীদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে হার্ড কপিতে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শর্ত রাখা হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যারা ইতোমধ্যেই রপ্তানির আবেদন জমা দিয়েছেন, তাদের নতুন করে আর আবেদন করতে হবে না।
প্রতি বছর দুর্গাপূজাকে ঘিরে ভারতের বাজারে বাংলাদেশের ইলিশের বিশেষ চাহিদা তৈরি হয়। সে কারণে এবারও নির্দিষ্ট শর্তে এই রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন