সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে যে তথ্য জানালেন ত্রাণ উপদেষ্টা

শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

প্রিন্ট করুন

মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, রোহিঙ্গা সংকট এখন কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সংকটে রূপ নিয়েছে। এ সমস্যা রাজনৈতিক, তাই রাজনৈতিকভাবেই টেকসই সমাধান করতে হবে।

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট : মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশের  চট্টগ্রাম ডিভিশনাল এডিটর সালেহ নোমান।

ফারুক ই আজম বলেন, ‘আমরা এখন এক অন্তর্বর্তীকালীন পরিস্থিতি অতিক্রম করছি। আগে যে সরকার ছিল, তাদের সঙ্গে জনগণের সংযোগ ছিল না। জনঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় নির্বাচন সামনে। যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন সম্পন্ন করতে পারি, বাংলাদেশের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হবে। তখন রোহিঙ্গা সংকট সমাধানে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে।’

প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক। তিনি মানবাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে ১১ দফা প্রস্তাব দেন। এর মধ্যে ছিল আশ্রয়কেন্দ্রে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য ও বস্ত্র বিতরণে দুর্নীতি রোধ, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

আলোচনা সভায় সরকারের যুগ্ম সচিব আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, রোহিঙ্গা সমস্যা বহুমাত্রিক। ২০২৪ সাল রোহিঙ্গা ক্যাম্পের জন্য সবচেয়ে খারাপ সময় ছিল, ওই বছর ৭৬টি টার্গেটেড হত্যাকাণ্ড ঘটে। তিনি সীমান্ত সুরক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ আহসান খালিদ বলেন, শুধু আইনের মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব নয়। কূটনৈতিক সমাধানই মুখ্য। মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই একমাত্র কার্যকর পথ।

মিনহাজ তুহিন, চট্টগ্রাম
০১৬৩৫৬২৮৪৫৪

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন