রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে সহায়তা বাড়লেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়। বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এ তথ্য জানান।
এর আগে সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানেই। কিন্তু আট বছর কেটে গেলেও কোনো প্রত্যাবাসন হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।”
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গারা দুঃসহ জীবনযাপন করছে, অথচ সংকট নিরসনে সুনির্দিষ্ট উদ্যোগ নেই। আন্তর্জাতিক তহবিলেও মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, দাতা দেশগুলোর সহায়তা মানবিক সংকট লাঘব করলেও প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন