সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

সেন্টমার্টিনে প্রমোদ কেন্দ্র ও সাবমেরিন ঘাঁটির প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বুধবার, অক্টোবর ১, ২০২৫

প্রিন্ট করুন

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সামুদ্রিক গুরুত্ব দিন দিন বাড়ছে। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক প্রতিযোগিতায় সেন্টমার্টিন দ্বীপ এখন অন্যতম কৌশলগত এলাকা। এ প্রেক্ষাপটে দ্বীপটির এক-তৃতীয়াংশ এলাকায় দীর্ঘমেয়াদি লিজ নিয়ে প্রথমে প্রমোদ কেন্দ্র এবং পরবর্তী ধাপে সাবমেরিন ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা মনে করছেন, চীনের দ্রুত নৌ সামরিক শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে উদ্বিগ্ন করেছে। সাবমেরিন ও আধুনিক যুদ্ধজাহাজে চীনের শক্তি এখন বিশ্বে শীর্ষে। এই প্রেক্ষাপটে চীনকে ঘিরে সামরিক অবস্থান শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বঙ্গোপসাগরকেন্দ্রিক পরিকল্পনা চালিয়ে আসছে। স্বাধীনতার আগেও সেন্টমার্টিনকে ঘাঁটি হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছিল তারা। নতুন করে তাদের সেই আগ্রহ আরও বেড়েছে।

সরকারি সূত্র জানায়, ওয়াশিংটনের এই প্রস্তাবে নীতিগতভাবে ঢাকা সরাসরি বিরোধিতা করছে না। তবে চীন ও ভারতের প্রতিক্রিয়া বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ এমন কোনো ঝুঁকি নিতে চায় না, যা প্রতিবেশী দুই পরাশক্তির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারে। ফলে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে দ্বীপের নির্দিষ্ট একটি অংশে বিদেশিদের জন্য প্রমোদ কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে স্থল ও সমুদ্রসীমার একটি অংশে লিজগ্রহীতাদের নিরঙ্কুশ কর্তৃত্ব থাকবে। তবে গোটা দ্বীপে সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকবে না, শুধুমাত্র নির্ধারিত এলাকায় সীমিত যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

পরবর্তী ধাপে ওই এলাকা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র শুরুতে পুরো সেন্টমার্টিন দ্বীপ লিজ নিতে চেয়েছিল, সর্বশেষ প্রস্তাবে কেবল এক-তৃতীয়াংশ এলাকা দাবি করা হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া ও জনমত বিবেচনায় তারা ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে চায়।

কূটনৈতিক মহল বলছে, ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সেন্টমার্টিন। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব বাংলাদেশের জন্য যেমন কৌশলগত সুযোগ, তেমনি এটি ঝুঁকিও তৈরি করতে পারে। এখন সরকারের কূটনৈতিক দক্ষতাই নির্ধারণ করবে, কীভাবে এ স্পর্শকাতর বিষয় সামাল দেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন