লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে বিশেষ আয়োজন করল স্পেনের ক্লাব অ্যাথলেটিক বিলবাও। শনিবার সান মামেস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মাঠজুড়ে প্রদর্শিত হয় ‘স্টপ দ্য জেনোসাইড’ বার্তা।
ম্যাচের আগেই ক্লাবটি একটি বিবৃতি দেয় বিষয়টি নিয়ে। তারা জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং গণহত্যা বন্ধের আহ্বান জানানো।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সান মামেসের স্কোরবোর্ডে প্রদর্শিত হবে একটি স্পষ্ট বার্তা— ‘অ্যাথলেটিক ফিলিস্তিনের পাশে আছে। গণহত্যা বন্ধ করো’।’
গতকাল মায়োর্কা বিপক্ষে লা লিগা ম্যাচ শুরুর আগে ক্লাবটি আয়োজন করে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে মাঠে সম্মান জানানো হয় একাধিক অতিথিকে। তাদের মধ্যে ছিলেন ফিলিস্তিন নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দলের সহপ্রতিষ্ঠাতা হানি থালজিয়েহ। তিনি অ্যাথলেটিক ক্লাবের ১২৫ বছর পূর্তির একজন দূতও।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্ক অঞ্চলে বসবাসরত ১১ জন ফিলিস্তিনি শরণার্থী এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রতিনিধি দল। এর আগেই ক্লাব কর্তৃপক্ষ সমর্থকদের প্রতি আহ্বান জানায়, তারা যেন অতিথিদের সম্মানে দাঁড়িয়ে করতালি দেন। তারা সেটা করেছেনও সে অনুষ্ঠানে।
অ্যাথলেটিক বিলবাওয়ের এই পদক্ষেপকে ইউরোপীয় ফুটবলে একটি সাহসী অবস্থান হিসেবে দেখা হচ্ছে। যেখানে রাজনৈতিক সংকটের মধ্যেও তারা মানবিকতার পক্ষে স্পষ্ট বার্তা দিতে পিছপা হয়নি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন