সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

উচিটায় আনন্দ-উৎসবে শারদীয় দুর্গোৎসব

সোমবার, অক্টোবর ৬, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটা শহরে বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রোববার (৪ ও ৫ অক্টোবর) স্থানীয় এনডোভার স্পোর্টস ক্লাব প্রাঙ্গণে এ উৎসব আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও ক্যানসাসের বিভিন্ন শহর থেকে অনেক ভক্ত পূজায় অংশ নিতে উচিটায় আসেন।

শনিবার ভোরে ধর্মীয় মূলমন্ত্র পাঠের মাধ্যমে পূজার সূচনা করেন পুরোহিত শুভেচ্ছা চক্রবর্তী। তিনি বলেন, ‘নিষ্ঠার সঙ্গে প্রার্থনা ও পুষ্পাঞ্জলি দিলে মনে শুদ্ধিভাব জাগে।’ সৃষ্টির মূল ধ্বনি ‘ওম’–এর মাহাত্ম্য স্মরণ করিয়ে দিয়ে তিনি পূজার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

দুই দিনব্যাপী আয়োজনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা অনুষ্ঠিত হয়। দেবী দুর্গার বেদিতে পুষ্পাঞ্জলি, আরতি ও মহাপ্রসাদ বিতরণে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের তোলা ছবি ও ভিডিও পোস্ট করে আনন্দ ভাগাভাগি করেন।

উচিটা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম, মাহপেরা করিমসহ স্থানীয় কমিউনিটির অনেকেই পূজায় শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ভোজ—মেনুতে ছিল খাসির রেজালা, ইলিশ ভাজা, মিষ্টান্নসহ নানা পদ।

বিকেলে মঞ্চে তরুণ–তরুণীদের নৃত্য পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। পূজার অন্যতম আয়োজক প্রকৌশলী রূপেন দেব বলেন, ‘এবার আবহাওয়া ছিল বেশ মনোরম, তাই ভক্তদের উপস্থিতিও ছিল আগের চেয়ে বেশি।’ ব্যবসায়ী প্রশান্ত বলেন, ‘প্রবাসের পূজা মানে একে অপরের পাশে থেকে আনন্দ ভাগ করে নেওয়া।’

রোববার বিজয়া দশমীর মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে সম্পন্ন হয় উচিটা শহরের শারদীয় দুর্গোৎসব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন