বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হোক না কেন, সেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। সোমবার নয়াদিল্লিতে এক আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ মন্তব্য করেন।
নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক মতবিনিময় সভায় বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হোক—এটাই ভারতের প্রত্যাশা।’
তিনি বলেন, ‘যে সরকারই নির্বাচিত হোক, আমরা সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। দুই দেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে আছে, ভবিষ্যতেও তা আরও গভীর হবে।’
বিক্রম মিশ্রি আরও বলেন, ‘দুই দেশের সম্পর্ক অটুট রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য বা উত্তেজনাপূর্ণ মন্তব্য এড়িয়ে চলা জরুরি।’
সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি ও নির্বাচনকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে নানা আলোচনার প্রেক্ষাপটে বিক্রম মিশ্রির এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন