সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

চীন থেকে ২০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৭ হাজার কোটি টাকা

বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫

প্রিন্ট করুন
প্রতিবেশী উজবেকিস্তানে আফগান বিমান বিধ্বস্ত 1

জাতীয় আকাশ প্রতিরক্ষা জোরদারের উদ্যোগ হিসেবে চীন থেকে ২০টি জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। বিমান, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা।

সরকারি সূত্রে জানা গেছে, চুক্তিটি জিটুজি পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে এবং ২০২৫–২৬২০২৬–২৭ অর্থবছরে এটি কার্যকর হওয়ার কথা। যুদ্ধবিমানের দাম ও সংশ্লিষ্ট খরচ ২০৩৫–৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে পরিশোধ করা হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফট কেনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। পরে বিমানবাহিনীর প্রধানের নেতৃত্বে ১১ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয় দরকষাকষি ও চুক্তির খসড়া তৈরির জন্য।

চীনের তৈরি জে-১০সি ‘ভিগোরাস ড্রাগন’ হলো চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, যা সুপারসনিক গতিতে উড্ডয়ন এবং আকাশ থেকে আকাশে ও ভূমিতে হামলার সক্ষমতা রাখে। প্রতিটি বিমানের মূল্য ধরা হয়েছে গড়ে ৬ কোটি ডলার।

সরকারের লক্ষ্য, এ যুদ্ধবিমানগুলো যুক্ত হলে বিমানবাহিনীর ২১ নম্বর স্কোয়াড্রনের সক্ষমতা বাড়বে এবং ‘ফোর্সেস গোল–২০৩০’-এর অংশ হিসেবে নতুন স্কোয়াড্রন গঠন করা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন