সিএন প্রতিবেদন: ১৭ বছরের দীর্ঘ নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, ১০ থেকে ২০ নভেম্বরের মধ্যে তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিতে পারেন।
দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, দেশে ফেরার আগে তারেক রহমান ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে পারেন। এর পর তিনি একটি বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। তার সঙ্গে থাকবেন যুক্তরাজ্য বিএনপির কয়েকজন উপদেষ্টা ও নেতা।
দীর্ঘদিন ধরে লন্ডনের কিংস্টনে বসবাস করছেন তারেক রহমান। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।”
তার নিরাপত্তা নিশ্চিতে দলটি ইতিমধ্যে সরকারের কাছে বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমোদন চেয়েছে। জাপান থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি বিশেষভাবে ডিজাইন করা বুলেটপ্রুফ যান আনা হচ্ছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “তারেক রহমান দেশে ফিরলে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দেবে।”
২০০৮ সালের নির্বাচনের পর লন্ডনে স্বেচ্ছানির্বাসনে যান তারেক রহমান। এই সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যে ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) স্ট্যাটাসে বসবাস করলেও ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেননি।
দলীয় নেতাদের আশা, দেশে ফিরে তারেক রহমান সক্রিয় রাজনীতিতে নেতৃত্ব দেবেন এবং আগাম নির্বাচনের প্রস্তুতি তত্ত্বাবধান করবেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন