সিএন প্রতিবেদন: নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক ফ্রন্টরানার জোহরান মামদানি শহরে পর্যটন ও অর্থনীতি পুনরুজ্জীবিত করতে অভিনব এক পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী গ্রীষ্মে নিউইয়র্ক ও নিউ জার্সিতে আয়োজিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের সুযোগ কাজে লাগাতে তিনি একটি ‘ওয়ার্ল্ড কাপ জার’ (বিশেষ সমন্বয়ক) নিয়োগ দেবেন।
মামদানি বলেন, বিদেশি পর্যটকদের আগমন কমে যাওয়ায় শহরের হোটেল ও ব্যবসায়িক খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। “হোটেলগুলো খালি পড়ে থাকে, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো জায়গায় লাইন পর্যন্ত দেখা যায় না। বিশ্বকাপ আমাদের জন্য সেই গল্পটা নতুন করে লেখার সুযোগ এনে দিচ্ছে,” বলেন তিনি।
ম্যানহাটনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে মামদানি আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে শহরজুড়ে পর্যটন অবকাঠামো, নিরাপত্তা ও সংস্কৃতি তুলে ধরার পরিকল্পনা রয়েছে। তিনি বিশ্বাস করেন, একটি কার্যকর সমন্বয়ক থাকলে নিউইয়র্ক বিশ্বকাপকে কেন্দ্র করে সর্বোচ্চ অর্থনৈতিক সুফল পেতে পারে।
মামদানি নিজেও আজীবন ফুটবলপ্রেমী। তাই শহরের মানুষ যেন খেলাধুলার এই বৈশ্বিক উৎসবের আনন্দ উপভোগ করতে পারে—তা নিশ্চিত করাই তার লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব মামদানির প্রচারণায় নতুন গতি আনবে। বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্ক যদি পর্যটনে বড় ধরনের উল্লম্ফন ঘটাতে পারে, তবে তা শহরের রাজস্ব আয় ও কর্মসংস্থান দুটোই বাড়াবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন