সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

ঢাকায় মার্কিন দূতাবাসে মধ্যরাতে নজিরবিহীন নিরাপত্তা জোরদার

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: মধ্যরাতে ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূতাবাসটি সুরক্ষিত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত টিম সোয়াট মোতায়েন করা হয়েছে।

ডিএমপির একাধিক সূত্র জানায়, সোমবার (১৩ অক্টোবর) রাতে মার্কিন দূতাবাসে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা মোতায়েন ছিলেন। এর মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট টিমের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ জানান, “এটি আমাদের রুটিন ডিউটি, মাঝে মাঝে নিরাপত্তা জোরদার করা হয়। এখানে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন রয়েছে। এছাড়া আমি নিজেও দূতাবাসের সামনে অবস্থান করছি।”

নিরাপত্তা ঝুঁকি বা সম্ভাব্য হুমকি মোকাবিলার উদ্দেশ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, হামলার সম্ভাবনা বা নিরাপত্তা শঙ্কার তথ্য মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ ডিএমপিকে জানিয়েছে। এরপর অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ), ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সোয়াট টিম ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন।

রাত ৯টার পর থেকে দূতাবাস ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ইউনিটের সদস্যরা মোতায়েন ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন