বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

শিরোনাম

শিক্ষকদের দাবির পক্ষে হাসনাত আবদুল্লাহ: দাবি মেনে নেওয়ার আহ্বান

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

প্রিন্ট করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসানাত আবদুল্লাহ তাঁর ভেরিফাইড ফেসবুক‌ পেইজে এক পোস্টে এই আহ্বান জানান।

ফেসবুক‌ পোস্টে তিনি লিখেন, “দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন।”

এদিকে, দাবি আদায়ে সচিবালয়ে উদ্দেশ্যে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তবে তাঁরা হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকেল ৪টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পিছিয়েছেন।

শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে জানান, বিকেল ৪টার মধ্যে দাবি না মানলে তাঁরা সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি করবেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিকতে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন