মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, তিনি জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে আট মাসে মোট ৮টি যুদ্ধ থামিয়েছেন।
স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট একটি যুদ্ধও বন্ধ করতে পেরেছেন। আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি আট মাসে। আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না। বিশ্বাস করতে পারছেন? আমিও বলেছিলাম, এটা অসম্ভব, না। কিন্তু আমার ধারণা, আগামী বছরটা আরও ভালো হবে। তবে জানেন, এসব নিয়ে ভাবছি না। আমি হয়তো শত শত কোটি মানুষের জীবন বাঁচিয়েছি…।‘
এর আগে রোববারও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, তিনি বহুদিনের বৈশ্বিক সংঘাতের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
গত ১৩ অক্টোবর মধ্যপ্রাচ্যের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণকালে সাংবাদিকদের তিনি বলেন, গাজা যুদ্ধবিরতি তার সমাধান করা অষ্টম সংঘাত।
তিনি আরও বলেন, ‘এটাই হবে অষ্টম যুদ্ধ, যা আমি থামিয়েছি এবং আমি শুনছি এখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধ চলছে। আমি বললাম, আমি ফিরে গিয়ে সেটি দেখব। আমি আরেকটি যুদ্ধ সমাধান করব। কারণ আমি যুদ্ধ থামাতে পারি। ‘
ট্রাম্পের ‘জাদুকরি শুল্কের ছড়ি’
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বাণিজ্যে ‘অত্যন্ত ভালো করছে’ এবং শত শত বিলিয়ন ডলার শুল্ক হিসেবে আদায় করছে, যা দেশকে আরও সমৃদ্ধ করছে।
তার মতে, এই শুল্কের ক্ষমতা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ থামাতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বাণিজ্য ব্যবহার করে অনেক যুদ্ধ থামিয়েছি। উদাহরণ হিসেবে বলি, ভারত ও পাকিস্তান যখন একে অপরের বিরুদ্ধে লড়ছিল, সাতটি বিমান গুলি করে নামানো হয়েছিল, সেসময় আমি দু’দেশের সঙ্গেই বাণিজ্য নিয়ে কথা বলছিলাম। আমি বলেছিলাম, ‘যতক্ষণ না তোমরা যুদ্ধ বন্ধ করো, আমরা কোনো বাণিজ্য চুক্তি করব না। আমি ফোনে তাদের বলেছিলাম, ‘তোমাদের দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা যেকোনো পণ্যের ওপর আমরা ২০০% শুল্ক বসাব, যদি যুদ্ধ না থামাও। কারণ আমি এই যুদ্ধে কোনোভাবেই জড়িত থাকব না’। তারা দুইটি পারমাণবিক শক্তিধর দেশ। ’
ট্রাম্প আরও জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ—উভয়ের সঙ্গেই কথা বলেছেন। এরপরের দিনই তিনি ফোন পান এবং তাকে জানানো হয়, যে দুই দেশ যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন