গত ১৬ বছর ধরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাশের হারের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। চলতি বছর নিয়ে টানা পঞ্চমবারের মতো জিপিএ-৫ অর্জনেও এগিয়ে আছে তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কারিগরি ও মাদ্রাসাসহ ১১টি শিক্ষাবোর্ডে মোট পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে, মেয়েদের পাশের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।
১১টি শিক্ষাবোর্ডে মোট ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে, মোট ৩৭ হাজার ৪৪ জন মেয়ে ও ৩২ হাজার ৫৩ জন ছেলে।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাশের হারে মেয়েরা এগিয়ে থাকছে।
২০০৯ সালে ছেলেরা শেষবারের মতো পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে ছিল। সে বছর মোট পাশের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং মেয়েদের পাশের হার ছিল ৭৪ দশমিক ৫০ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আর এবারও ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন