উন্নতমানের ‘ইমাদ’ ও ‘কাদর’ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। শনিবার (১৮ অক্টোবর) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে টেলিভিশনে প্রকাশিত এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র দুটি উন্মোচন করে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের।
অনুষ্ঠানে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের আধুনিকীকৃত ইমাদ ও কাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। এ সময় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের ভেতরের দৃশ্যও দেখানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কাদর’ ক্ষেপণাস্ত্রে ইলেকট্রনিক কাউন্টারমেজার (ইলেকট্রনিক প্রতিরোধ) সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, আর ‘ইমাদ’-কেও আধুনিকীকরণ করে সম্পূর্ণভাবে কার্যক্ষম করা হয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন