রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

শিরোনাম

নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমনে যেতে পারবেন পর্যটকরা

রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

প্রিন্ট করুন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা জানান, ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাতযাপন করতে পারবে কিনা সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

প্রসঙ্গত, জীববৈচিত্র্য রক্ষা করতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য বন্ধ হয় সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন