রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

শিরোনাম

ইসিকে গনিমতের মাল হিসেবে ভাগ করে নিয়েছে: নাসিরুদ্দীন

রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

প্রিন্ট করুন

ইসিকে রুলস রেগুলেশনের মধ্যে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের রেখে যাওয়া গনিমতের মাল হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) ভাগ করে নিয়েছে বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা।’

রবিবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে।

এই গণ-অভ্যুত্থানটা যে হলো, এখানে কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো এসেট তারা রেখে চলে গিয়েছিল। এই নির্বাচন কমিশনটা ১৫ বছর তারা নিজেদের মতো সাজিয়েছিল। এই যে তারা গনিমতের মালগুলো রেখে গিয়েছিল, সেই গনিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামায়াত— সবাই ভাগ করে নিয়েছে। রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গনিমতের মাল হিসেবে ভাগ করেছে।

আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামায়াত এক ভাগ নিয়েছে।

তিনি বলেন, ‘আমরা জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এ জন্য আমরা ওনাদের বলেছি যে এটা তিন-চার দল বা আর্মির অথবা ডিজিএফআইয়ের একটা— আপনি গণিমতের মাল হিসেবে দেখবেন না, যে আওয়ামী লীগ রেখে গিয়েছিল, পুরা নির্বাচন কমিশন খালি। রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন