ইউরোপের দেশ নেদারল্যান্ডসে বাংলাদেশের রপ্তানি গত ছয় বছরে বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০১৯–২০ অর্থবছরে যেখানে রপ্তানি আয় ছিল ১ দশমিক ০৯ বিলিয়ন ডলার, সেখানে ২০২৪–২৫ অর্থবছরে তা দাঁড়িয়েছে ২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে। এই প্রবৃদ্ধির বড় অংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, নেদারল্যান্ডসে রপ্তানি আয় ছয় বছরে বেড়েছে ১১৫ শতাংশেরও বেশি। শুধু গত অর্থবছরেই প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। এ সময়ে তৈরি পোশাক রপ্তানি ২১ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ০৮ বিলিয়ন ডলারে। এর মধ্যে নিটওয়্যার খাতের অবদান ছিল ১ দশমিক ২১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।
বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে মনে করেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্টের নির্বাহী পরিচালক মহিউদ্দিন রুবেল। তিনি বলেন, ‘নেদারল্যান্ডসের ভোক্তারা পরিবেশসচেতন এবং ফ্যাশননির্ভর। তারা টেকসই উৎপাদিত পণ্যের দিকে ঝুঁকছেন, যা বাংলাদেশের জন্য বড় সুযোগ।’
সম্প্রতি আমস্টারডামে অনুষ্ঠিত দ্য বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ প্রদর্শনীও এই প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানান সংশ্লিষ্টরা।
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করছে। তবে দীর্ঘমেয়াদে স্থিতি আনতে হলে পোশাকের পাশাপাশি ওষুধ, আইসিটি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতেও মনোযোগ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার ধরে রাখতে আন্তর্জাতিক শ্রম ও পরিবেশ মান বজায় রাখা জরুরি। একই সঙ্গে ভলিউমভিত্তিক নয়, মূল্যসংযোজিত ও বৈচিত্র্যময় রপ্তানির দিকেই এখন এগোতে হবে বাংলাদেশকে।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন