শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

শিরোনাম

ফ্রিজ থেকে দুর্গন্ধ দূর করার ঘরোয়া সহজ কয়েকটি উপায়

বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

প্রিন্ট করুন
দুর্গন্ধ

অনেক দিন ফ্রিজ পরিষ্কার না করলে কিংবা কিছু নির্দিষ্ট খাবার রাখলে ভেতরে বাজে দুর্গন্ধ তৈরি হয়। কাঁচা মাছ-মাংস, শাক-সবজি বা রান্না করা খাবারের গন্ধ মিশে গিয়ে এই সমস্যা বাড়িয়ে তোলে। জমে থাকা বরফ বা অবাঞ্ছিত আবর্জনাও এর জন্য দায়ী হতে পারে। চলুন, জেনে নিই কিভাবে সহজে দূর করবেন ফ্রিজের দুর্গন্ধ।

ফ্রিজের দুর্গন্ধ দূর করার ঘরোয়া সহজ কয়েকটি উপায় যেমন-

বায়ুরোধী পাত্র ব্যবহার করুন

রান্না করা খাবার রাখার সময় ঢাকনা দেওয়া বায়ুরোধী পাত্র ব্যবহার করুন। এতে বিভিন্ন গন্ধ মিশবে না।

সঠিক তাপমাত্রা বজায় রাখুন

This image has an empty alt attribute; its file name is 51585-1024x597.jpg

ফ্রিজের তাপমাত্রা ৪-৫ ডিগ্রিতে রাখুন। এতে জীবাণু বাড়ে না এবং গন্ধও কম হয়।

বেকিং সোডার ব্যবহার

গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে ফ্রিজ ভালোভাবে মুছুন। চাইলে এক বাটি বেকিং সোডাও রেখে দিতে পারেন, এটি গন্ধ শোষণ করে নেয়।

ভ্যানিলা বা কফির ঘ্রাণ

This image has an empty alt attribute; its file name is 555.jpg

তুলোয় ভ্যানিলা অ্যাসেন্স ভিজিয়ে ফ্রিজে রাখুন, অথবা একটি ছোট প্লেটে কিছু কফি গুঁড়ো রেখে দিন ২৪ ঘণ্টার জন্য, দুর্গন্ধ সহজেই দূর হবে।

নিয়মিত পরিষ্কার করুন

ফ্রিজ প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করুন। শাক-সবজি বা মাছ-মাংস এক সপ্তাহের বেশি সংরক্ষণ না করাই ভালো। ফ্রিজে দুর্গন্ধ দূর করতে এসব সহজ ঘরোয়া পদ্ধতি খুবই কার্যকর। নিয়মিত যত্ন নিলে খাবার যেমন ভালো থাকবে, তেমনই ফ্রিজও থাকবে তাজা ও সুগন্ধে ভরা।

This image has an empty alt attribute; its file name is 515-3.jpg

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন