রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

শিরোনাম

জামায়াতে ইসলামী মানুষের সঙ্গে চালাকি করছে : আনিস আলমগীর

শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

প্রিন্ট করুন

সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, জামায়াত ইসলামী মানুষের সঙ্গে এমন চালাকি করছে, মনে হচ্ছে মানুষ কিছু বোঝে না। সম্প্রতি দলটির আমির শফিকুর রহমানের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মাসুদ কামালের অন্যমঞ্চ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আনিস আলমগীর বলেন, ৭১ সাল উল্লেখ না করে উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন। উনার যে দৃষ্টিভঙ্গির কারণে উনি ক্ষমা চাইছেন সেটাকে আমি ওয়েলকাম করি।

কিন্তু এখানে চালাকিটা না করলে ভালো। জামায়াতে ইসলামী এমন চালাকি করছে মানুষের সাথে মনে হচ্ছে মানুষ কিছু বোঝে না।
তিনি বলেন, প্রথমত উনি এখানে ৭১ উল্লেখই করেননি। ৪৭ নিয়ে আমার কী দরকার? ৪৭ নিয়ে তো আমার কোন ঝামেলা নেই, আমার ঝামেলা ৭১ নিয়ে।

৭১ সাল নিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ কী? তারা এই দেশের স্বাধীনতা চায়নি যে দেশে এখন তারা রাজনীতি করছে, এখন ক্ষমতায় যেতে চায়। তারা নৃশংসতা করেছে, আলবদর-আলশামস আর রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি হত্যাকারী বাহিনীকে সহায়তা করেছে, তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, তারা ধর্ম নিয়ে অপব্যবহার করেছে, ধর্মের অপব্যাখ্যা দিয়েছে— বলেছে মুসলমানের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ করা হারাম। এ জাতীয় অনেকগুলো অভিযোগ তাদের বিরুদ্ধে। সেই অভিযোগগুলোর ক্ষমা প্রার্থনা এ জাতীয় হলে হয় যে— আমাদের মাফ করে দেন।

আনিস আলমগীর আরো বলেন, তাঁরা ৪ বার মাফ চেয়েছেন বলেছেন। উদাহরণ দিয়েছেন যে গোলাম আজম চেয়েছেন, নিজামী সাহেব চেয়েছেন, উনি নিজে চেয়েছেন, তারপরও মানুষ এটা কেন নিচ্ছে না। নিচ্ছে না এইজন্য যে, জামাত এত বড় একটা দলীয় শৃঙ্খলা পালন করা পার্টি। সেখানে কোন একটা সিদ্ধান্ত যদি আসতেই হয়, সেটা উনার মুখ দিয়ে বলা বা নিজামী সাহেবের মুখ দিয়ে বলা, গোলাম আজম সাহেবের মুখ দিয়ে বলা, সেটা তো হচ্ছে না। এজন্য দরকার একটা দলীয় সিদ্ধান্ত নেওয়া।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন