রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

শিরোনাম

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা

শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

প্রিন্ট করুন
imf 1

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে—যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নজর কেড়েছে। রিজার্ভ বৃদ্ধিকে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি।

আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং বলেছেন, রিজার্ভ বাড়ানো এখন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এটি পেমেন্ট ভারসাম্যের চাপ কমাতে সহায়ক হবে। তিনি বলেন, “রিজার্ভ সঞ্চয়কে আমরা আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় অংশ হিসেবে বিবেচনা করি। বাংলাদেশ ব্যাংকের এ অর্জন প্রশংসনীয়।”

গতকাল (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হেলব্লিং জানান, ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি প্রতিনিধি দল চলতি মাসেই বাংলাদেশ সফর করবে। তারা মাঠপর্যায়ে কাজ করবে এবং বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবে।

তিনি আরও বলেন, রিজার্ভ বৃদ্ধির উদ্যোগগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—সেটিও পর্যালোচনা করা হবে।

আইএমএফের হিসাবে, ২০২৪ সালের ১৬ অক্টোবর বাংলাদেশের রিজার্ভ দাঁড়ায় ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে, যা এক বছর আগে ছিল ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভের এ উন্নতি দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন