সিএন প্রতিবেদন: বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের আসন্ন নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান।
আজিজুর রহমান লিখিত বক্তব্যে জানান, আদালতের নির্দেশে ২৬ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তিনি বলেন, “আদালতের সিদ্ধান্ত আমরা শ্রদ্ধার সঙ্গে মেনে নিচ্ছি। নির্বাচন স্থগিত হওয়া কোনো শেষ নয়, এটি কেবল সাময়িক বিলম্ব। দ্রুত ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
নির্বাচন কমিশন ভোটারদের প্রতি দুঃখ প্রকাশ করে এবং কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার শামীম আহমেদ, মো. আমিনুল হোসাইন, বজলুর রহমান ও আব্দুল জলিল চৌধুরী।
পরবর্তী শুনানির তারিখ সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার জানান, আদালত এখনো নতুন তারিখ নির্ধারণ করেনি।
কমিশন ও প্রার্থীদের সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার সমিতির নির্বাচন ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কুইন্স ও ব্রংক্সের দুটি কেন্দ্রে ৮ হাজার ৫০৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতেন।
এদিকে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ফৈজু মিয়া, বুরহান উদ্দিন কফিল, ময়নু জামান, আজিজুর রহমান সাবু ও মোহাম্মদ এস. উদ্দিন আদালতে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ভোটার তালিকা সংশোধনের অনুরোধ করা হলেও নির্বাচন কমিশন তা তাঁদের এখতিয়ারের বাইরে বলে বিষয়টি এড়িয়ে যান।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন