সিএন প্রতিবেদন: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে বিএনপি। মাঠপর্যায়ের জরিপ শেষ করে দলটি এখন মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছে। মূল লক্ষ্য—দলীয় ঐক্য সুদৃঢ় রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটের মাঠে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।
রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পাঁচ সাংগঠনিক বিভাগের প্রায় চার শতাধিক মনোনয়নপ্রত্যাশী অংশ নেন। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, “এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হতে যাচ্ছে। সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে হবে। ভোটের মাঠে ব্যক্তিগত প্রচারণা নয়, দলীয় ঐক্যই হবে আমাদের মূল শক্তি।”
তারেক রহমান সতর্ক করে বলেন, “যারা মনোনয়নবঞ্চিত হবেন, তাঁদেরও যথাযথ মূল্যায়ন করা হবে। কেউ যেন এমন কোনো আচরণ না করেন যাতে দলের ঐক্য বিনষ্ট হয়। মনোনীত প্রার্থীকে কেন্দ্র করে এলাকায় মিষ্টি বিতরণ বা উল্লাসে অন্যদের কষ্ট না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
বিএনপি হাইকমান্ড সূত্রে জানা যায়, বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের জানানো হয়—শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বিএনপি।
রোববারের বৈঠকে চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। আজ (সোমবার) ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া মনোনয়নপ্রত্যাশীরা জানিয়েছেন, কেন্দ্র থেকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার নির্দেশে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। একাধিক প্রার্থী থাকলেও সবাইকে চূড়ান্ত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, “মনোনয়ন না পেলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা অনুযায়ী ঐক্যবদ্ধ থাকব। ধানের শীষের জয়ই এখন মূল লক্ষ্য।”
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, অধিকাংশ আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর তথ্য যাচাই-বাছাই শেষ হয়েছে। দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী নির্ধারণের কাজ প্রায় শেষ। এ অবস্থায় তারেক রহমানের বৈঠকগুলো আসলে দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ।
দলের শীর্ষ নেতারা বলছেন, এবারের নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, দলের টিকে থাকা ও সংগঠন পুনর্গঠনেরও লড়াই। তাই ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে লড়াই করাই হবে বিএনপির মূল কৌশল।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন