নিউইয়র্কের ফোরেস্ট হিলস স্টেডিয়ামে জোহরান মামদানি সমর্থকদের আয়োজিত নির্বাচনী সমাবেশে গভর্নর কেথি হচুলের উপস্থিতি বেশ উত্তেজনার সৃষ্টি করেছে। সমাবেশে প্রগতিশীল সমর্থকরা হচুলের বক্তব্যের সময় “ধনীদের কর বাড়াও!” বলে চিৎকার শুরু করলে মঞ্চে অস্বস্তি তৈরি হয়।
গভর্নর হচুল মামদানির নাম ভুল উচ্চারণ করেন চারবার। এর আগে তিনি সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং মামদানির নির্বাচনী প্রচারণার সমর্থন জানান। কিন্তু নাম ভুল ও সমর্থকদের চিৎকারের কারণে হচুলের বক্তব্যের মূল অংশ ‘সকল শিশুর জন্য সার্বজনীন শিক্ষার প্রতিশ্রুতি’ পুরোপুরি শ্রোতাদের কাছে পৌঁছায়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে মামদানি সমর্থকরা খুব সক্রিয় এবং প্রগতিশীল এজেন্ডার প্রতি তাদের প্রত্যাশা খুব বেশি। সমাবেশে উপস্থিত অনেক দর্শক সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের বিষয়গুলোতে আরও স্পষ্ট প্রতিশ্রুতির দাবি জানিয়েছেন।
এছাড়া সমাবেশের মঞ্চে থাকা অন্যান্য বক্তারা মামদানি ও সমর্থকদের গুরুত্বের বিষয়ে আলোকপাত করেন এবং ভোটারদের প্রার্থী নির্বাচনের সময় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উপস্থিতরা জানিয়েছেন, সমাবেশ শেষ হওয়ার পরও তারা নিজেদের উদ্দীপনা এবং প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের প্রতি আগ্রহ বজায় রেখেছেন। এই সমাবেশ মামদানি নির্বাচনী প্রচারণার শেষ ধাপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন