সিএন প্রতিবেদন: নিউইয়র্কের মেয়র নির্বাচন ঘিরে চূড়ান্ত উত্তেজনা চলছে। ভোট গ্রহণের একদিন আগে প্রকাশিত সর্বশেষ চার জরিপেই ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন। এমারসন কলেজ, মারিস্ট, কুইনিপিয়াক ও সাফোক বিশ্ববিদ্যালয় এসব জরিপ করে।
জরিপে দেখা গেছে, জোহরান কুমোর চেয়ে ১০ থেকে ২৫ পয়েন্ট পর্যন্ত এগিয়ে। এমারসনের জরিপে জোহরান পেয়েছেন ৫০ শতাংশ, কুমো ২৫ এবং রিপাবলিকান প্রার্থী স্লিওয়া ২১ শতাংশ ভোটারের সমর্থন।
জোহরানের জনপ্রিয়তা বিশেষত তরুণ ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে বেড়েছে, যা তাঁর জন্য বড় সুবিধা বলে বিশ্লেষকদের মত। অন্যদিকে কুমোর সমর্থন কিছুটা কমেছে এবং স্লিওয়া টিকে আছেন তৃতীয় অবস্থানে। আগাম ভোটে জোহরানও এগিয়ে আছেন। ফলে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের উত্তরসূরি হিসেবে জোহরান মামদানি জয়ের কাছাকাছি বলেই ধারণা দিচ্ছে সর্বশেষ জরিপগুলো।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন