শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শিরোনাম

বিপদে পাশে থাকায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানালো ইসরায়েল

বুধবার, নভেম্বর ৫, ২০২৫

প্রিন্ট করুন

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ভারতের প্রশংসা করে বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী। ভারত হামাসের হামলার পর দ্রুত নিন্দা জানায়, যা ইসরাইল চিরকাল স্মরণ করবে। বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের বন্ধুত্বের জন্য তারা কৃতজ্ঞ এবং শিগগিরই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক আরও এগোবে।

সার আরও জানিয়েছেন, নতুন প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা কাঠামো তৈরি হচ্ছে, যা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে শক্ত করবে। ইসরাইল ও ভারতের সন্ত্রাসবাদের অভিজ্ঞতা মিলিত হওয়ায় তারা গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষা শেয়ার করবে। সার আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী মোদি ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক আরও উন্মুক্ত ও কৌশলী হবে এবং ভবিষ্যতে দুই দেশ ঐক্যবদ্ধভাবে বড় পদক্ষেপ নেবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন