শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি, নির্বাচিত হলেন প্রথম মুসলিম মেয়র

বুধবার, নভেম্বর ৫, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি। ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরে তিনি নির্বাচিত হয়েছেন প্রথম মুসলিম মেয়র হিসেবে। এ জয় শুধু ইতিহাস নয়, ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন অধ্যায়ও উন্মোচন করেছে।

৩৪ বছর বয়সী মামদানি আগে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন। নির্বাচনের ফল ঘোষণার পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনাদের কারণে আজ এই শহরে ইতিহাস রচিত হলো।” বহুজাতি ও বহুধর্মীয় ভোটাররা তার জয়কে অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন। সমর্থকরা বলেন, এটি ধর্ম বা জাতিগত পরিচয়ের জয় নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে মনোযোগের ফল।

সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ধনী দাতাদের প্রভাবিত ‘পুরোনো ধারার’ প্রতিনিধি ছিলেন, আর মামদানি নতুন প্রজন্মের প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভোটারদের সমর্থন তার জয়ের অন্যতম শক্তি হিসেবে কাজ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন