সিএন প্রতিবেদন: মাত্র ১১ ভোটের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রার্থীর ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হলো। মিশিগানের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচনে অল্পের জন্য পরাজিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইয়েমেনি বংশোদ্ভূত এডাম আলহারবি এবং মুহিত মাহমুদ। সিটি ক্লার্ক রানা ফারাজ স্থানীয় গণমাধ্যম ফ্রি প্রেসকে জানান, অনানুষ্ঠানিক ফল অনুযায়ী আলহারবি পেয়েছেন ২ হাজার ৯ ভোট, আর মুহিত মাহমুদ পেয়েছেন ১ হাজার ৯৯৮ ভোট। অর্থাৎ মাত্র ১১ ভোটের ব্যবধানেই পরাজিত হন মুহিত মাহমুদ।
সিটি ক্লার্ক বলেন, “এটি অনানুষ্ঠানিক ফলাফল। ভোটের ব্যবধান খুবই কম, ফলে চূড়ান্ত ফলাফল পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকেরা আগেই ধারণা দিয়েছিলেন, মিশিগানপ্রবাসী বাংলাদেশিরা যদি ব্যাপকভাবে ভোটে অংশ নেন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মুসলমান মেয়র নির্বাচিত হতে পারেন। কিন্তু শেষ মুহূর্তে সেই প্রত্যাশা পূরণ হলো না।
তবে সুখবরও আছে—এই নির্বাচনে সিটি কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আবু মুসা ও নাঈম চৌধুরী। অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, আবু মুসা পেয়েছেন ১ হাজার ৬৪৫ ভোট এবং নাঈম চৌধুরী পেয়েছেন ১ হাজার ৬৩৪ ভোট। তৃতীয় সর্বাধিক ভোট পেয়েছেন ইয়েমেনি বংশোদ্ভূত ইউসুফ সাঈদ—তার প্রাপ্ত ভোট ১ হাজার ৪৩৭।
সিটি কাউন্সিলের ছয়টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ছয়জন প্রার্থী।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন