শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শিরোনাম

নিউইয়র্কের মেয়র মামদানি কখনো মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না যে কারণে

বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্কে সদ্য মেয়র নির্বাচনে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। ৯১ শতাংশ ভোট গণনায় তিনি পেয়েছেন ১০ লাখ ৩৬ হাজার ৫১ ভোট, যা ১৯৬৫ সালের পর নিউইয়র্কের সর্বোচ্চ। তবে এই বিশাল জয় সত্ত্বেও মামদানিকে কখনো হোয়াইট হাউজের শীর্ষ পদে দেখা যাবে না। কারণ আইনই এখানে বাধা। জন্মসূত্রে মার্কিন নাগরিক না হওয়ায় তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না।

জোহরান মামদানি ১৯৯১ সালে উগান্ডায় ভারতীয় পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না। সাত বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। পরে ২০১৮ সালে নাগরিকত্ব পান। তবে সংবিধান অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য জন্মসূত্রে নাগরিক হতে হয়। ফলে নাগরিকত্ব থাকলেও জন্মভিত্তিক সীমাবদ্ধতার কারণে তিনি হোয়াইট হাউজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

নিউইয়র্কের মেয়র হিসেবে জয়ের পর মামদানির প্রচারণা বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার দৌড়ের সঙ্গে তুলনা করা হলেও, সংবিধানিক বিধিনিষেধ তাকে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন থেকে বিরত রাখে। তারপরও শহরের মানুষ তাকে সমর্থন ও ভক্তির চোখে দেখেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন