শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শিরোনাম

লেবাননে ইসরাইলের সামরিক হামলায় ইরানের নিন্দা

শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫

প্রিন্ট করুন

লেবাননের ওপর ইসরাইলের ব্যাপক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে লেবাননের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক শান্তি–নিরাপত্তার বিরুদ্ধে ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননের বিভিন্ন অঞ্চলে চলমান ইসরাইলি আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থি।

বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনীর যুদ্ধোন্মত্ততা রুখতে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোর তাৎক্ষণিক দায়িত্ব রয়েছে। ইরান সতর্ক করে জানায়, এই আগ্রাসনের প্রতি নীরবতা ও দায়মুক্তি অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, নভেম্বর ২০২৫-এর যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরাইলের ধারাবাহিক হামলায় এক হাজারের বেশি নিরীহ লেবাননি নাগরিক নিহত-আহত হয়েছেন; ধ্বংস হয়েছে অবকাঠামো ও আবাসিক এলাকা। এটি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর প্রকাশ্য আঘাত।

ইরান দাবি করেছে, এসব হামলা যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও প্রত্যক্ষ সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। তেহরানের মতে, ইসরাইলের এই নীতি তার ‘দখলদার, সন্ত্রাসী ও আধিপত্যবাদী চরিত্রের’ আরেকটি প্রমাণ, যার লক্ষ্য লেবাননের স্থিতি, নিরাপত্তা ও পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা।

হামলায় নিহত লেবাননি নাগরিকদের প্রতি গভীর শোক জানিয়ে ইরান লেবাননের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি লেবাননের বৈধ প্রতিরোধ শক্তির প্রতি সমর্থন জানিয়ে তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন