মেক্সিকোতে থাকা ইসরাইলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান। শুক্রবার (৭ নভেম্বর) দেশটিকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র দাবি করছে, ওই চেষ্টা তারা সুকৌশলে প্রতিহত করে দেয়। তবে ইরান যদি সফল হতো তাহলে ইসরাইল-ইরান যুদ্ধ সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়ত বলে শঙ্কা যুক্তরাষ্ট্রের।
বার্তা সংস্থা এএফপিকে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বিপ্লবী গার্ডের এলিট ইউনিট কুদস ফোর্স গত বছরের শেষ দিকে এই ষড়যন্ত্র শুরু করেছিল। তবে এ বছরের সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে।
ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘ষড়যন্ত্রটি সমাধান করা হয়েছে।বর্তমানে এটি কোনো হুমকি নয়।’ তবে ওই কর্মকর্তা এএফপিকে বিস্তারিত কোনো প্রমাণ দেননি বা কীভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করছে, তা ব্যাখা করেননি।
এএফপি প্রতিবেদনে জানিয়েছে, ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের ১ এপ্রিলের পর। যখন ইসরাইল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায়। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার বদলা হিসেবে এই পরিকল্পনা কষেছিল ইরান।
যদিও এই দাবি নিয়ে এখনো কিছু বলেনি ইরান। জাতিসংঘে ইরানের মিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
ওই ঘটনার পর এ বছর ইরান ও ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়ে। পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগে ইসরাইল ইরানে ব্যাপক বোমা হামলা চালায়। জবাবে ইরানও মিসাইল ছোড়ে। এতে ইসরাইলের ব্যাপক ক্ষতি হয়, বেশ কয়েকজন নাগরিকও মারা যান। ইরানেরও প্রায় হাজারের বেশি মানুষ মারা যায়। ওই যুদ্ধে সাময়িকভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তারা শুধুমাত্র ইরানের পারমাণবিক সক্ষমতা ইস্যুতে হামলা চালিয়েছে, যাতে বিশ্বে শান্তি আসে!



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন