শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইসরাইলের দাবিকে মনগড়া বলছে ইরান

শনিবার, নভেম্বর ৮, ২০২৫

প্রিন্ট করুন

মেক্সিকোতে থাকা ইসরাইলি দূতকে হত্যার পরিকল্পনা কষেছিল ইরান—যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন দাবিকে ‘মনগড়া’ বলছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি মনে করছে, মিথ্যা এই অভিযোগ দিয়ে মেক্সিকো সিটির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক নষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৭ নভেম্বর) ইসরাইল দাবি করে, মেক্সিকান কর্তৃপক্ষ কথিত ওই হত্যাচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। যার লক্ষ্য ছিল মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রান্‌জ নাইগার। তার আগে মার্কিন এক কর্মকর্তা জানান, তারা ইরানের বিপ্লবী গার্ডের এলিট ইউনিট কুদস ফোর্সের পরিকল্পনা ব্যর্থ করে দেন।

এমন দাবিকে স্রেফ গালগল্প বলছে ইরান। মেক্সিকোতে ইরানের দূতাবাস এক্স-এ এক পোস্টে বলে, ‘মেক্সিকোতে ইসরাইলি রাষ্ট্রদূতকে হত্যার কথিত প্রচেষ্টার অভিযোগটি সম্পূর্ণ গণমাধ্যম-সৃষ্ট একটি কল্পকাহিনি। একটি বড় মিথ্যা। যার লক্ষ্য মেক্সিকো ও ইরানের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা। আমরা এই অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।’

এরআগে, বার্তা সংস্থা এএফপিকে মার্কিন একজন কর্মকর্তা জানান, গত বছরের শেষ দিকে এই ষড়যন্ত্র শুরু করেছিল। তবে এ বছরের সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্রটি সমাধান করা হয়েছে। বর্তমানে এটি কোনো হুমকি নয়।’

তবে ওই কর্মকর্তা এএফপিকে বিস্তারিত কোনো প্রমাণ দেননি বা কীভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করছে, তা ব্যাখা করেননি।

এএফপি প্রতিবেদনে জানিয়েছে, ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের ১ এপ্রিলের পর। যখন ইসরাইল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায়। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার বদলা হিসেবে এই পরিকল্পনা কষেছিল ইরান। যদিও সেটিকে স্রেফ গালগল্প বলেছে ইরান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন