সোমবার, ১০ নভেম্বর ২০২৫

শিরোনাম

মালয়েশিয়া-থাইল্যান্ডের সমুদ্রসীমায় নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ৯০

রবিবার, নভেম্বর ৯, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মালয়েশিয়া-থাইল্যান্ডের সমুদ্রসীমায় অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে প্রায় ৯০ জন ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশিও আছেন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল জানায়, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর সমুদ্র থেকে মিয়ানমারের এক নারীর মরদেহ পাওয়া গেছে।

কেদাহ রাজ্যের পুলিশ প্রধান আদজিল আবু শাহ জানান, মানবপাচারকারীরা প্রায় ৩০০ অভিবাসীকে তিনটি ছোট নৌকায় ভাগ করে পাঠায়। এর মধ্যে একটি নৌকা ডুবে যায়, বাকি দুটি নৌকার অবস্থান অজানা। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে এক বাংলাদেশি, দুজন রোহিঙ্গা ও তিনজন মিয়ানমারের নাগরিক। প্রায় এক মাস আগে যাত্রা শুরু করা এসব অভিবাসী প্রত্যেকে পাচারকারীদের সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছিলেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন