বুধবার, ১২ নভেম্বর ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে নাহিদ’স ইংলিশ লার্নিং সেন্টারের ইংরেজি কর্মশালা সিরিজের উদ্বোধন

বুধবার, নভেম্বর ১২, ২০২৫

প্রিন্ট করুন

চট্টগ্রামে নাহিদ’স ইংলিশ লার্নিং সেন্টারের আয়োজনে ইংরেজি বিষয়ক কর্মশালা সিরিজ শুরু হয়েছে। মঙ্গলবার কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে “Brilliance in Speech & Shape Up Your Personality” শীর্ষক দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা সিরিজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের বড় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যারা তাদের যোগাযোগ, উপস্থাপনা এবং ব্যক্তিত্ব উন্নয়ন দক্ষতা বাড়াতে আগ্রহী।

আয়োজকরা জানিয়েছেন, উদ্যোগটি চট্টগ্রামের ৩২টিরও বেশি কলেজে পৌঁছানোর লক্ষ্যে, হাজার হাজার শিক্ষার্থী এবং যুবনেতাকে প্রভাবিত করার পরিকল্পনা রয়েছে। কর্মশালায় কার্যকর ইংরেজি ভাষায় কথা বলা, জনসমক্ষে আত্মবিশ্বাস, নেতৃত্ব প্রকাশ ও পেশাদার আত্ম-সংস্কার বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারেক্টিভ ডায়লগ, প্র্যাকটিস-ভিত্তিক শেখা এবং বিশেষজ্ঞ মেন্টরিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা হয়।

কর্মশালায় জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষক ও রিসোর্স পার্সনরা উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন শাহরিয়ার আহমেদ, আলেকজান্ডার বোটস (লাক্সেমবার্গ), মো. রাইহানুল ইসলাম, নাহিদ মঈন, সিত্রা রুলি (ইন্দোনেশিয়া), রাইহান-উল করিম সওরাব, রাজানি থাপা (নেপাল) এবং তাসনিম আহমেদ। বক্তারা একাডেমিক এবং পেশাদার জীবনে যোগাযোগ ও ব্যক্তিত্ব দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

অন্যান্য উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম (ইংলিশ থেরাপির সিইও), শামীমা শীলা (বেটির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক), ড. মাসুম, সাদ মুস্তাফিজ আনিন্দো (বাংলা কনটেন্ট সিইও), আরিফ চৌধুরী, তাসনিয়া হারুন (ক্রেজি ফর ক্রাস্টের মালিক), আফরোজা রুপা, আমীর আহমেদ শান্তো, সাব্বির আহমেদ, ফাহাদ হোসাইন শোভন এবং হাসান এমডি হাবিব। কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরী এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাজিব সাহা কর্মশালার সুষ্ঠু সমন্বয় করেন।

নাহিদ’স ইংলিশ লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা নাহিদ মঈন বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসে সক্ষম করা, যাতে তারা তাদের ধারণা কার্যকরভাবে প্রকাশ করতে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেকে উপস্থাপন করতে পারে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা এবং উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাবে, যাতে যুবসমাজের যোগাযোগ দক্ষতা ও সামগ্রিক ব্যক্তিত্ব উন্নয়নে সহায়তা করা যায় এবং তা বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন