শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

শিরোনাম

বিহারে এনডিএর ঝড়ো বিজয়, এবার মোদির নজর বাংলায়

শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

প্রিন্ট করুন

বিহার বিধানসভা নির্বাচনের গণনা শেষের আগেই স্পষ্ট হয়ে গেছে, বিজেপি–জেডিউ জোট এনডিএ ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে। সর্বশেষ সরকারি ট্রেন্ড অনুযায়ী ২৪৩ আসনের মধ্যে এনডিএ ২০২টি আসনে এগিয়ে, আর মহাজোট মাত্র ৩৫টি আসনে লড়াই ধরে রেখেছে। বিজেপি ৯০ আসনে, জেডিউ ৮৪, লোজপা (রামবিলাস) ১৯, আর হাম ও আরএলএম ৪টি করে আসনে এগিয়ে। অন্যদিকে তেজস্বী যাদবের আরজেডি মাত্র ২৬টি আসনে এগিয়ে, কংগ্রেস ৫, সিপিআইএম ও সিপিআই(এম-এল) মাত্র ১টি করে আসনে— যা ২০২০ সালের তুলনায় ভয়াবহ ভরাডুবি। রঘোপুরে তেজস্বী জিতলেও লড়াই হয়েছে টানটান।

রাজনৈতিক সমীকরণে বহু জল্পনা জাগানো প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি পুরোপুরি ব্যর্থ— তারা এমনকি NOTA-র থেকেও কম ভোট পেয়েছে। উল্টোদিকে সীমাঞ্চলে মুসলিম ভোটের জোরে ওয়েইসির এআইএমআইএম ৬টি আসনে এগিয়ে চমক দেখিয়েছে। দিনভর উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কিছু দল এম-ওয়াই তুষ্টিকরণে ভরসা করত, কিন্তু আজকের জয় নতুন এম-ওয়াই— মহিলা ও যুব— এই দুটি শ্রেণির ভোটে গড়া।’

পাশাপাশি তাঁর প্রতীকী মন্তব্য, ‘বিহার থেকে গঙ্গা যেমন বাংলায় যায়, তেমনই বিহার আজ বাংলার পরিবর্তনের পথ দেখাল,’ রাজনৈতিক মহলে নতুন জল্পনা ছড়িয়েছে। বিশ্লেষকদের মতে নারী ভোটের রেকর্ড অংশগ্রহণ, জেডিউ–বিজেপির সামাজিক সমীকরণ ও নিতীশ–মোদির জনপ্রিয়তাই এনডিএকে ‘ল্যান্ডস্লাইড’ জয়ে পৌঁছে দিয়েছে। ফল যা-ই হোক, এই বিপুল ব্যবধান স্পষ্ট করে দিল— বিহারে এনডিএর দাপট অটুট, আর মহাজোটের সামনে পথ আরও কঠিন। এখন নজর একটাই—বিহারের জয়ের স্রোত কি এবার বাংলার দিকে বইবে?

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন