হিজবুল্লাহকে নিরস্ত্র না করার অজুহাতে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরাইল। প্রতিবেশি দেশটির প্রায় পাঁচটি পাহাড়ি এলাকাও দখলে রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। এরমাঝেই জাতিসংঘ জানিয়েছে, লেবাননের ভূমিতে দেয়াল বানাচ্ছে দখলদার রাষ্ট্রটি।
শুক্রবার (১৪ নভেম্বর) জাতিসংঘ শান্তিরক্ষীরা জানিয়েছেন, ইসরাইলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নির্ধারিত ব্লু লাইন-এর কাছে দেয়াল নির্মাণ করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে লেবাননে অবস্থিত জাতিসংঘের একটি অন্তর্বর্তীকালীন শান্তি রক্ষা বাহিনী (ইউনিফিল) ‘ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কর্তৃক ইয়ারুনের দক্ষিণ-পশ্চিমে নির্মিত একটি কংক্রিট টি-ওয়াল’ পরিদর্শন করে।
জরিপে নিশ্চিত করা হয়, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। জাতিসংঘের বাহিনীরা বলছে, ‘এর ফলে ৪ হাজার বর্গমিটারেরও বেশি লেবাননের ভূখণ্ড লেবাননের জনগণের জন্য দুর্গম হয়ে পড়েছে।’ ইসরায়েলকে দেয়াল প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন