শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

শিরোনাম

ড্রোন হামলার পর নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া

শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

প্রিন্ট করুন

ইউক্রেনের ড্রোন হামলার পর কৃষ্ণ সাগরের নভোরো-সিয়েস্ক বন্দর থেকে তেল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া। দৈনিক বৈশ্বিক তেল সরবরাহের ২ শতাংশ আসে এই বন্দর থেকে।

শনিবার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল রপ্তানিকারক অবকাঠামোর ওপর এটিই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। মস্কোর যুদ্ধের অর্থায়ন সক্ষমতা কমানোর লক্ষ্যে আগস্ট থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী।

এই হামলার পর সরবরাহ সংকটের আশঙ্কায় বৈশ্বিক তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

এদিকে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩৪ জন।

কিয়েভের কর্মকর্তারা জানান, হামলায় একাধিক আবাসিক ভবন, একটি স্কুল, চিকিৎসাকেন্দ্রসহ বেশ কয়েকটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন