সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ওমিক্রনে ‘লকডাউনে’র প্রয়োজন দেখছেন না জো বাইডেন

মঙ্গলবার, নভেম্বর ৩০, ২০২১

প্রিন্ট করুন
115280618 gettyimages 1229462340 1

নিউইয়র্ক: সাম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ধরা পড়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ উদ্বেগের বিষয় হলেও এতে লকডাউনের প্রয়োজনীয়তা দেখছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

সাম্প্রতি হোয়াইট হাউসে দেওয়া জো বাইডেনের এক বক্তব্যের বরাত দিয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ভয়ংকর ও উদ্বেগজনক তবে এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।’

প্রেসিডেন্ট বাইডেন জানান, ‘যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ওমিক্রনের জিনগত গঠনের পরিবর্তন প্রতিরোধে সম্ভাব্য সব কাজ চলছে।’

‘আপনি যদি টিকা নেওয়ার পরও করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত থাকেন, তাহলে টিকার বুস্টার ডোজ নিন। আর আপনি যদি টিকা না নিয়ে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব প্রথম ডোজ নিয়ে নিন।’ – যোগ করেন বাইডেন

২০১৯ সালে চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মরণঘাতী করোনাভাইরাস। এরপর করোনার বেশ কযেকটি ভ্যারিয়েন্টে দেখা দেয়। সর্বশেষ বুধবার (২৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে ভয়াবহ ওমিক্রন ভ্যারিয়েন। 

এদিকে এখনো পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৫২ লাখ ২৩ হাজার ৯৮৪ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৫৭৯ জন। যুক্তরাস্ট্রে গত ২৪ ঘন্টায়  নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩১৭ জন।

যেসব দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন:

দক্ষিণ আফ্রিকা: রাজধানী জোহানেসবার্গ নিয়ে গঠিত দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশে পিসিআর পরীক্ষায় পাওয়া নমুনায় দেখা গেছে যে এ সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকায় মোট করোনা শনাক্ত ১ হাজার ১০০ রোগীর মধ্যে ৯০ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত।

বতসোয়ানা: দক্ষিণ আফ্রিকার সঙ্গে সীমান্ত লাগোয়া দেশ বতসোয়ানায় কমপক্ষে ১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
যুক্তরাজ্য: দেশটিতে তিনজন ওমিক্রন ধরনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের সবাই দক্ষিণ আফ্রিকা সফরের সঙ্গে সংশ্লিষ্ট।

জার্মানি: দক্ষিণ আফ্রিকা থেকে মিউনিখ বিমানবন্দরে যাওয়া দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

নেদারল্যান্ডস: দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে যাওয়া কয়েক শ যাত্রীর ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন ওমিক্রন ধরনে আক্রান্ত।ডেনমার্ক: দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

বেলজিয়াম: একজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে ওমিক্রন ধরন শনাক্ত হয়।

ইসরায়েল: ২৭ নভেম্বর ইসরায়েলে একজন নতুন এই ধরনে আক্রান্ত হন। আরও একজন ওমিক্রনে আক্রান্ত বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।

ইতালি: ইতালিতে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার আগে গোটা দেশ ঘুরে বেরিয়েছেন।

চেক প্রজাতন্ত্র: স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে একজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।

জাপান: মঙ্গলবার (৩০ নভেম্বর) নামিবিয়া থেকে আসা ৩০ বছর বয়সী এক ভ্রমণকারীর দেহে ওমিক্রনে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এটি জাপানে প্রথম নিশ্চিত হওয়া ওমিক্রন শনাক্ত।

অস্ট্রেলিয়া: শনিবার (২৭ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা ফেরত অস্ট্রেলিয়ার দুইজনের দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। যাদের দুজনেই করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন