উত্তর কোরিয়া বিশ্বে সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ ও গোপনীয়তার জন্য পরিচিত। দেশটির সর্বেসর্বা কিম জং উনের নির্দেশই সেখানে চূড়ান্ত বলে মানা হয়। বাইরের বিশ্বের প্রভাব প্রায় নেই বললেই চলে—একেবারে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র। এমন পরিস্থিতিতে এবার তারা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। প্রথমবারের মতো আগামী কয়েক মাসের মধ্যেই দেশটিতে সম্প্রচার হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল।
এতদিন বিশ্বের জনপ্রিয় এই লিগটি উত্তর কোরিয়ার সমর্থকেরা দেখতে পেতেন না, কারণ সেখানে প্রিমিয়ার লিগ দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে এবার কঠোর কয়েকটি শর্তের ভিত্তিতে এই সম্প্রচারের অনুমতি দিয়েছেন কিম।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, মোট পাঁচটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, কোনো ম্যাচই সরাসরি দেখানো যাবে না—অর্থাৎ উত্তর কোরিয়ার দর্শকরা লাইভ অ্যাকশন উপভোগ করতে পারবেন না।
দ্বিতীয়ত, প্রতিটি ৯০ মিনিটের ম্যাচ কাটছাঁট করে মাত্র ৬০ মিনিটে নামিয়ে আনা হবে। শাসকগোষ্ঠীর মতে ‘অপ্রয়োজনীয়’ ও ‘অনুচিত’ দৃশ্যগুলো বাদ দেওয়া হবে।
আরও একটি বড় শর্ত হলো—দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের সম্পৃক্ত কোনো দৃশ্য পুরোপুরি সরিয়ে ফেলা হবে। এর ফলে ব্রেন্টফোর্ডের কিম জি-সু কিংবা উলভসের হোয়াং হি-চ্যানকে উত্তর কোরিয়ার দর্শকরা কোনোভাবেই দেখতে পাবেন না।
তাছাড়া সম্প্রচারিত দৃশ্যের ভেতর স্টেডিয়াম, বিজ্ঞাপন বোর্ড, স্কোর গ্রাফিক্স কিংবা ব্যানারে থাকা সব ইংরেজি শব্দ বাদ দিয়ে সেখানে উত্তর কোরিয়ার ভাষা ব্যবহার করা হবে।
এ ছাড়া এলজিবিটিকিউ প্রতীক বা রেইনবো ফ্ল্যাগ সম্পর্কিত যেকোনো দৃশ্যও সেন্সর করে বাদ দেওয়া হবে। এসব কঠোর সম্পাদনা ও অদ্ভুত নীতিমালা মেনে প্রিমিয়ার লিগের খেলা দেখতে পারবেন উত্তর কোরিয়ার নাগরিকরা।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন