শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

শিরোনাম

এবার সাকিব আল হাসানকে দুদকে তলব

বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

প্রিন্ট করুন

অর্থ আত্মসাৎ মামলা তদন্তের স্বার্থে জাতীয় দলের ক্রিকেটার ও পতিত সরকারের সাবেক এমপি সাকিব আল হাসানসহ মোট ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, শেয়ারবাজার থেকে কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন