রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

শিরোনাম

পাকিস্তানে ভারতপন্থি ২৩ সন্ত্রাসী নিহত

শনিবার, নভেম্বর ২২, ২০২৫

প্রিন্ট করুন

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে কুররম জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ২৩ সন্ত্রাসী – যারা ‘খারিজি’ নামেও পরিচিত – নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানগুলো দেশের চলমান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা ‘আযম-ই-ইস্তেহকাম’-এর অংশ।

আইএসপিআর জানিয়েছে, প্রথম অভিযানে কুররম এলাকার একটি খারিজি গ্রুপকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আঘাত হানে। তীব্র গোলাগুলির ঘটনায় সেখানে ১২ সন্ত্রাসী নিহত হয়। এরপর নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই অঞ্চলে আরেকটি গ্রুপকে লক্ষ্য করে দ্বিতীয় অভিযান চালানো হয়, যেখানে আরও ১১ খারিজি সদস্যকে হত্যা করা হয়। উভয় গ্রুপই ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে।

কুররম অঞ্চলে অবশিষ্ট সন্ত্রাসীদের খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চলছে। আইএসপিআর বলেছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত যেকোনো ধরনের সন্ত্রাস দমনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দৃঢ় প্রতিজ্ঞ।

ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের অধীনে ‘আযম-ই-ইস্তেহকাম’ ভিশন বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এসব অভিযান পরিচালিত হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, গোয়েন্দা তথ্যনির্ভর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসের মূলোৎপাটনে পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে নিরাপত্তা বাহিনী।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন