সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে এক বছরের মধ্যেই গ্রীন কার্ড পেলেন এক বাংলাদেশি

বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে মাত্র এক বছরের মধ্যেই গ্রিন কার্ড পেয়েছেন এক বাংলাদেশি নাগরিক। পুরো প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান করেছে নিউইয়র্কভিত্তিক অভিবাসন আইন প্রতিষ্ঠান গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস।

প্রতিষ্ঠানটির আইনজীবীরা জানান, গত বছর মামলাটি শুরু হয় এবং আশাতীতভাবে দ্রুতই তা সম্পন্ন হয়। ওই ব্যক্তির ছেলে একজন মার্কিন নাগরিক হিসেবে তার পক্ষে পিটিশন দাখিল করেন। গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের দাখিল করা আবেদনটি এতটাই নিখুঁত ও পূর্ণাঙ্গ ছিল যে, সরাসরি গ্রিন কার্ড ইস্যু করে। তাকে কোনো ইন্টারভিউর মুখোমুখি হতে হয়নি।

অ্যাটর্নি নরেশ গেহি বলেন, “যখন আবেদন প্রক্রিয়াটি প্রমাণনির্ভরভাবে এবং যথাযথ আইনি কাঠামোর মধ্যে প্রস্তুত করা হয়, তখন অনেক ক্ষেত্রেই ইন্টারভিউ ছাড়াই অনুমোদন পাওয়া সম্ভব। আমাদের লক্ষ্য সব সময়ই ক্লায়েন্টদের জন্য সেই নিখুঁত প্রস্তুতি নিশ্চিত করা।”

নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজোন পার্ক ও জামাইকা অ্যাভিনিউতে অবস্থিত গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের তিনটি অফিসে প্রতিদিন শতাধিক অভিবাসনপ্রত্যাশী সেবা নিতে আসেন। রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড, ডিপোর্টেশন, বিবাহবিচ্ছেদ, শিশু হেফাজত, ব্যাঙ্করাপসি, ফিয়ান্সে ভিসা ও নাগরিকত্ব—অভিবাসন আইনের প্রায় সব ধরনের জটিল বিষয়ে প্রতিষ্ঠানটি সফলভাবে কাজ করে আসছে।

শুধু বাংলাদেশি নয়, দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, তিব্বতসহ দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর ও আর্জেন্টিনার অভিবাসনপ্রত্যাশীরাও গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের আইনি সহায়তার ওপর নির্ভর করেন। অভিজ্ঞ আইনজীবীদের দল প্রতিটি মামলাকে মানবিক ও পেশাদার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে, যাতে প্রত্যেক ক্লায়েন্ট যুক্তরাষ্ট্রের আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের প্রাপ্য অধিকার পেতে পারেন।

অ্যাটর্নি নরেশ গেহি বলেন, “আমাদের কাছে প্রতিটি মামলাই একেকটি জীবনের গল্প। আমরা শুধু আইনি সহায়তা দিই না, বরং মানুষকে তার নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সহায়তা করি।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন