বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশি প্রফেশনালদের অভিষেক

সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কে বাংলাদেশি প্রফেশনালদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) গুলশান টেরেসে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন টিভি ব্যক্তিত্ব নওশীন নেহরিন মৌ।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশি প্রফেশনাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট শেখ এনামুল কবিরের কর্মময় জীবন নিয়ে একটি ভিডিও প্রমো প্রদর্শন করা হয়। এসময় শেখ এনামুল কবির প্রবাসে পারস্পরিক সহযোগিতা ও কমিউনিটিকে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।

এরপর বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মেরি জোবায়দা এবং টাইম টিভির সিইও আবু তাহের। প্রবাসে বাংলাদেশিদের বহুমুখী কার্যক্রম তুলে ধরে আরেকটি প্রমো প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।

এছাড়াও বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাইদ এম আলম। তিনি একটি শক্তিশালী ডাটাবেজ গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বাংলাদেশিদের এক ছাতার নিচে আনার উদ্যোগ তুলে ধরেন এবং সবাইকে বাংলাদেশি প্রফেশনাল ডট কম ভিজিট করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশি প্রফেশনাল ম্যাগাজিনের সম্পাদক হাসান মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, নিউইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্সের কর্মকর্তা টিপু সুলতান, ইঞ্জিনিয়ার ফজলুল হক এবং নিউইয়র্ক সিটির স্কুল বাস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামছুল হক।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনায় পুরো মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন