চলমান ডেস্ক: ভারত অনুর্ধ্ব-১৯ ‘বি’ দলকে বুধভার (১ ডিসেম্বর) ১১৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ভারত অনুর্ধ্ব-১৯ এ’, বি’ ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশের যুবারা।
এর আগে প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ এ দলকে দুই উইকেটে হারিয়েছিলোবাংলাদেশের যুুবারা।
কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ছয় উইকেটে ৩০৫ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন নম্বরে ব্যাট হাতে নেমে প্রান্তিক নওরোজ নাবিল ১০৮ বলে ১৪টি বাউন্ডারিতে ১০১ রান করেন। এছাড়া মেহরাব অপরাজিত ৭০ ও ওপেনার ইফতিখার হোসেন ৫৭ রান করেন।
এরপর ভারত অনূর্ধ্ব-১৯ বি দলকে ১৯২ রানেই অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। আরিফুল ২২ রানে চার এর্বং নাইমুর ৩৪ রানে দুই উইকেট নেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এ দলের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ যুব দল।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন