ইউক্রেন সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এর অংশ হিসাবে গত ২৩ নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রাথমিক যে পরিকল্পনা ছিল, তা মস্কো ও কিয়েভ—উভয়ের অবস্থান বিবেচনায় পুনর্বিবেচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, আলোচ্য বিষয়ের সংখ্যা কমিয়ে ২২ দফায় আনা হয়েছে এবং এখন শুধু কয়েকটি ইস্যুই বিতর্কিত অবস্থায় রয়েছে।
এর ধারাবাহিকতায় ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা ফ্লোরিডায় আবার বৈঠকে বসেন। সেখানে ইউক্রেনের যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা, ইউক্রেনে নির্বাচন আয়োজনের পরিস্থিতি এবং ভূখণ্ডসংক্রান্ত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অন্যদিকে ২ ডিসেম্বর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রেসিডেন্সিয়াল এনভয় স্টিভ উইটকফ এবং ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে দীর্ঘ বৈঠকে অংশ নেন। প্রায় পাঁচ ঘণ্টার এই আলোচনায় ইউক্রেন ইস্যু এবং যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার চারটি নথির মূল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয় বলে জানান ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ।
এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং সমঝোতা আলোচনায় দেশটির প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ আগামী ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন প্রেসিডেন্সিয়াল এনভয় স্টিভ উইটকফের সঙ্গে আরেক দফা বৈঠকে অংশ নেবেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন